ফরিদপুরে ‌কামরুজ্জামান সিদ্দিকী কামরুলের উপর হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Jan 2, 2025 - 15:07
 0  11
ফরিদপুরে ‌কামরুজ্জামান সিদ্দিকী কামরুলের উপর হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা বাস ও মিনিবাস ঐক্য পরিষদের আহবায়ক  ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ‌মোহাম্মদ কামরুজ্জামান সিদ্দিকী কামরুলকে হত্যার উদ্দেশ্যে হামলাকারী জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর জেলা বাস ও মিনিবাস মালিক ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ‌ফরিদপুরের জজকোর্টের সামনে এ মানব বন্ধন ও পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুর রাশেদের সভাপতিত্বে এবং বাস মালিক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক রাজিবুর রহমান সুজন এর সঞ্চালনায়  এ সময় বক্তব্য রাখেন ‌ বাস মালিক গ্রুপের ‌ কার্যকরী সভাপতি আনিসুর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার প্রকাশ স্বরূপ রায় অপু, যুগ্ম সম্পাদক  দীন মোহাম্মদ দিনু ,কার্যনির্বাহী সদস্য শাহিনুল ইসলাম ‌  ‌ ফরিদপুর জেলা মটর ওয়ার্কার্স ইউনিয়ন ১০৫৫, এর ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল হক তারা। ভারপ্রাপ্ত সভাপতি ‌ কামাল মাতুব্বর  ফরিদপুর জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়ন ১০৫৫, 
আব্দুল মান্নান শেখ সভাপতি আন্তঃজেলা ‌ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গোলাম আজাদ সাধারণ সম্পাদক আন্তজেলা শ্রমিক ইউনিয়ন।
সভায় বক্তারা কামরুল ইসলাম সিদ্দিকীর উপর হামলার চেষ্টার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন তার উপর আঘাত করা মানে  মালিক শ্রমিকের উপর হামলা করা। তিনি একজন নির্বাচিত প্রতিনিধি। আমরা এ ঘটনার  তীব্র নিন্দা জানাই ।
একই সাথে এই অপরাধের সাথে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।
বক্তারা বলেন হামলাকারীরা বিভিন্ন সময়ে ‌ আমাদের হুমকি ধামকি দিচ্ছেন। এভাবে চলতে দেয়া যায় না ‌ অবিলম্বে তাদের
 গ্রেফতার করা ‌ না হলে আমাদের ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না। একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। আর তাই অবিলম্বে ‌ সকল আসামিদের গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট দাবি জানানো হয়।বক্তারা  আরো বলেন 
ফরিদপুর কে অস্তুতিশীল করার চেষ্টা করা হচ্ছে । গত কিছুদিন যাবত ‌ একটি চক্র এর পিছনে কাজ করছে। তার পরিণাম ভালো হবে না ।
অবিলম্বে এই ঘটনায় জড়িত ইন্দনদাতা কে
  গ্রেপ্তার করতে হবে ‌ এবং ‌ তাকে  আইনের আওতায় আনা হোক।  তা না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে ‌ মানববন্ধন থেকে জানানো হয়।
এছাড়া  দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাস বন্ধ করে দেয়া হবে বলে ‌ মানববন্ধন থেকে হুঁশিয়ারি প্রদান ‌করা হয়। 
এর আগে বিভিন্ন স্থান থেকে বাসে করে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রমিকেরা উক্ত মানববন্ধনে যোগ দেন। এ সময় অপরাধীদের গ্রেপ্তারে দাবিতে বিভিন্ন রকম স্লোগান প্রদান করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow