ফরিদপুরে কারফিউ শিথিল থাকায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ 

মানিক কুমার দাস,জেলা প্রতিনিধি, ফরিদপুর
Jul 25, 2024 - 23:47
 0  9
ফরিদপুরে কারফিউ শিথিল থাকায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ 

কারফিউ শিথিল থাকায় ফরিদপুর শহরে বেড়েছে যানবাহনের চাপ। খুলে গেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংকেও লেনদেন হচ্ছে আগের মতই। ফলে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।

বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন কালে দেখা গেছে শহরের বিভিন্ন স্থানের দোকানপাট খুলে গেছে।  যথারীতি রিকশা অটোরিকশা মোটরসাইকেল পিকআপ সহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এছাড়া বাজারেও বেশিরভাগ দোকান খুলে  গেছে।
 ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন কারফিউ এর  কারণে তাদের ব্যবসা করা হয়নি। তবে গত দুদিন থেকে প্রায় পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকার কারণে তাদের ব্যবসা ভাল মত করতে পারছে।
ব্যবসায়ীরা আশা করছেন এভাবে স্বাভাবিক অবস্থা বিরাজ করলে তারা তাদের ব্যবসা ভালো মতো করতে পারবেন।

 এছাড়া কারফিউ শিথিল হওয়ার কারণে শহরের বিভিন্ন স্থানে রিকশা অটোরিকশা মোটরবাইক প্রাইভেট কার মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন চলাচল করতে পারছে। শহরের বাস স্টেশন থেকেও বিভিন্ন রুটে লোকাল গাড়ি গুলি চলাচল শুরু করেছে। এর ফলে শহরে জন সমাগম বাড়ছে। ইতোমধ্যে শহরের বিভিন্ন মার্কেট ফুটপাতের দোকান ও ছোট-বড় শপিংমল গুলো খুলেছে, সেখানেও মোটামুটি বেচাকেনা হচ্ছে বলে দোকানিরা জানান। বেশ স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এখন ফরিদপুর শহরে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow