ফরিদপুরে কোতয়ালী থানা জামে মসজিদ ও দ্বিতল ফ্লোর উদ্বোধন এবং ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 4, 2024 - 11:25
 0  6
ফরিদপুরে কোতয়ালী থানা জামে মসজিদ ও দ্বিতল ফ্লোর উদ্বোধন এবং ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ফরিদপুরে কোতয়ালী থানা জামে মসজিদ ও দ্বিতল ফ্লোর উদ্বোধন এবং ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার  ফরিদপুর কোতয়ালী থানা প্রাঙ্গনে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ট্রাষ্ট কর্তৃক নির্মিত জামে মসজিদ দ্বিতল ফ্লোর ও ব্যারাক ভবন-২ এর শুভ উদ্বোধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম,অটো-টেক্স গ্রুপের  ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। অনুষ্ঠানের শুরুতে ‌ কোতয়ালী থানা প্রাঙ্গণে অফিস ও ব্যারাক ভবন-২ ফিতা কেটে উদ্বোধন করেন। পরক্ষণে নবনির্মিত কোতয়ালী থানা জামে মসজিদ এর শুভ উদ্বোধন করেন। এসময় দেশ ও জাতীর উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়। এরপর ‌ওপেন হাউজ ডে আয়োজন করা হয়।  কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান
এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম,   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, ব্যবস্থাপনা পরিচালক, অটো-টেক্স গ্রুপ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য পুলিশ সুপার বলেন "মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা দেবার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। 
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর রমা সাহা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক খাঁন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শাহ মো: ইশতিয়াক আরিফ, ফরিদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো: নজরুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক মোল্যা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান 
এ সময় স্থানীয় ও বিভিন্ন শ্রেণী পেশার জনগণ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow