ফরিদপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র ফাহাদ
ফরিদপুর শহরের মদনখালীর স্লুইসগেট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সালেহ আহমেদ ওরফে ফাহাদ (২০) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
রোববার দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ওই কলেজছাত্র নিখোঁজ হন।
নিখোঁজ ফাহাদ একই শহরের টেপাখোলা এলাকার মো. হোসেন আহমেদের ছেলে বলে জানা গেছে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
এই সংবাদ লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটা ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা করছে বলে জানা গেছে।
What's Your Reaction?