ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকেলে ফরিদপুরের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। প্রয়াত মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের মা শায়লা কামালের মৃত্যুতে দোয়া ও মাগফেরাত কামনা উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সাত্তার এবং সঞ্চালনায় ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাঈয়ুম জঙ্গী, প্রয়াত চৌধুরী কামাল ইউসুফের কন্যা সাদাব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বিএনপি নেতা আব্দুল লতিফ, নগরকান্দা বিএনপি নেতা কে এম জাহাঙ্গীর, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, বাংলাদেশ যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়া, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার নায়েবে আমির আবু হারিজ মোল্লা, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসেন, ইমাম কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হোসেন সোহাগ, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন শিথিল ও নেতা কাজী শিবলী সাদিক, কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।
বক্তারা বলেন, প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের পরিবার দীর্ঘদিন ধরে ফরিদপুরবাসীর পাশে থেকে কাজ করে আসছে। ভবিষ্যতেও তারা যেন জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারেন, সে জন্য দোয়া করা হয়। এছাড়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমান যেন সুস্থ শরীরে দেশে ফিরে নেতৃত্ব দিতে পারেন, সে জন্যও দোয়া করা হয়। বক্তারা আরও অভিযোগ করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের পরও দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র রক্ষায় সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান। পরে উপস্থিত অতিথি, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?






