ফরিদপুরে জলবায়ু সংকট মোকাবিলায় মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 11, 2025 - 13:08
 0  3
ফরিদপুরে জলবায়ু সংকট মোকাবিলায় মানববন্ধন

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ মহাপরিকল্পনার দাবিতে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট কর্মসূচি।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টায় বিডি ক্লিন ফরিদপুর ওরগানাইজেশনের উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিডি ক্লিন ফরিদপুর শাখার সমন্বয়ক তিহান আহমেদ।

মানববন্ধনে অংশ নেন কারুশিখা ডেভেলপমেন্ট সোসাইটির উলফাত জাহান শান্তা, সোশাল অর্গানাইজেশন ফরিদপুর শাখার দিদারুল ইসলাম, রঙিন সুতা যুব উন্নয়ন সংস্থার সোনিয়া সুলতানা, ইউথ নেট ফরিদপুরের শাহরিয়ার মাহিনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, ‘জলবায়ু ধর্মঘট ২০২৫ সামনে রেখে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও বিনিয়োগ বন্ধ করা সময়ের দাবি। এই জ্বালানির ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমাদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিতে হবে, যা পরিবেশবান্ধব এবং টেকসই।’

তাঁরা আরও বলেন, নিজেদের অসাবধানতা ও অসচেতনতার কারণে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। এভাবে চলতে থাকলে পৃথিবী একসময় মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠবে।

মানববন্ধন শেষে নগরীর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন বিডি ক্লিন ফরিদপুরের সদস্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow