ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 28, 2025 - 15:28
 0  2
ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে ফরিদপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. জিয়া হায়দারের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কোর্ট চত্বর এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি লুৎফর রহমান পিনু, এডভোকেট মামুনুর রশিদ অর মামুন এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইয়াসিন মোল্লা।

আলোচনা সভায় বক্তারা বলেন, "বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য লিগ্যাল এইড সুষ্ঠু ও সুন্দরভাবে আইনি সেবা দিয়ে যাচ্ছে। অন্যান্য আদালতের তুলনায় লিগ্যাল এইড আদালতে বিচারপ্রার্থীদের হয়রানি কম হয়। আইনের শাসন প্রতিষ্ঠায় লিগ্যাল এইড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।"

বক্তারা আরও বলেন, বিচারপ্রার্থীরা অনেক সময় সঠিক কাগজপত্র ছাড়া আদালতে হাজির হন, ফলে ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। এজন্য দলিলাদি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি আদালতে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়। প্রান্তিক জনগোষ্ঠী যেন সহজে ও বিনা খরচে আইনি সহায়তা পেতে পারে, সেজন্য হাটবাজার, ইউনিয়ন পরিষদ, বিলবোর্ড ও ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়।

সভায় জানানো হয়, গরিব ও অসহায় মানুষের জন্য দ্রুততম সময়ে বিনা খরচে আইনি সহায়তা প্রদানের কার্যক্রম আরও জোরদার করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow