ফরিদপুরে জাতীয় শ্রমিক লীগের যৌথ সভা অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Apr 20, 2024 - 21:25
 0  10
ফরিদপুরে জাতীয় শ্রমিক লীগের যৌথ সভা অনুষ্ঠিত 

ফরিদপুরে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ‌যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে শহরের ‌আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কে অনুষ্ঠিত এই সভায় ‌ সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ নাছির।
সভায় জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ‌ ও ‌ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ঈমান আলি মোল্লা‌কে সদর উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করার লক্ষ্যে ‌‌ উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে ‌ ফরিদপুর জেলা, থানা ,ও শহর  শ্রমিক লীগের ‌ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‌ জাতীয় শ্রমিক লীগ ‌ সাধারণ সম্পাদক ও ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইমান আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান হিরু, অর্থ সম্পাদক ইউনুস আলী প্রামানিক, কোতোয়ালি থানা ‌ শ্রমিক লীগের সভাপতি ‌ আলহাজ্ব মোঃ মিঠু মিয়া, শহর শ্রমিক লীগের আহ্বায়ক ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর ‌ মোবারক খলিফা, অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগর আহমেদ দুলাল। 
সভায় বক্তারা বলেন আগামী ৮ ই মে অনুষ্ঠিতব্য ফরিদপুর সদর উপজেলা নির্বাচনে ‌ জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ‌ শ্রমিক নেতা ইমান আলী মোল্লা কে ‌ বিজয়ী করার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন  ইমান আলী মোল্লা নির্বাচিত হলে ‌ শ্রমিকদের পক্ষে এবং সাধারণ জনগণের পক্ষে কাজ করবেন। 
অনুষ্ঠানে ‌ জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ‌ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে ‌ নির্বাচন সমন্বয়ক হিসেবে ঘোষণা করা হয়। এ সময় শ্রমিক লীগের ‌ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow