ফরিদপুরে জাতীয় ভোটার দিবস- উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সম্মেলন কক্ষে শনিবার সকাল ১১ টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারের সভাপতিত্বে এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সালাউদ্দিন, জেলা সিনিয়র নির্বাচন অফিসার তারেক আহমেদ, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম ,জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কাদের, জেলা সদর উপজেলার নির্বাচন অফিসার দীপক বিশ্বাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের সূচনা করা হয় ।
সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো এ স্লোগানের মধ্য দিয়ে এ বছর দিবস পালন করা হয়।
What's Your Reaction?