ফরিদপুরে জাতীয়তাবাদী দল বিএনপি ও‌ তার অঙ্গ সংগঠনের ‌বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Dec 3, 2024 - 19:22
 0  3
ফরিদপুরে জাতীয়তাবাদী দল বিএনপি ও‌ তার অঙ্গ সংগঠনের ‌বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

ফরিদপুরে জাতীয়তাবাদী দল বিএনপি ও‌ তার অঙ্গ সংগঠনের ‌ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সরকারি হাইকমিশন অফিসে হামলার প্রতিবাদে মঙ্গলবার ‌ বিকেলে একটি বিক্ষোভ মিছিল ফরিদপুর প্রেসক্লাব ‌থেকে শুরু করে ‌ শহর প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মুদাররেস আলী ঈসা। এ সময় ‌উপস্থিত ছিলেন  বিএনপির যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা এডভোকেট আলী আশরাফ নান্নু, যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময়  বক্তারা বলেন, "খুনি ও ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে মোদির সাথে মিলে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ সাম্প্রতিক সম্প্রীতির এই দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানোর জন্য উস্কানি দিচ্ছে৷ হাসিনা ভারতে বসে দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে৷ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের জনগণকে সাথে নিয়ে তাদের এই ঘৃণ্য  ষড়যন্ত্র রুখে দেবে৷ ভারতের ত্রিপুরার রাজধানী আগড়তলাসহ সমগ্র ভারতে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হচ্ছে, এই অপমান দেশের মানুষ মেনে নেবেনা৷ প্রয়োজনে ভারতের সাথে সব সম্পর্ক ছিন্ন করা হবে ।

 এদেশে কোনভাবেই আর ভারতের আগ্রাসন মেনে নেয়া হবেনা৷ এর আগে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী উক্ত বিক্ষোভ মিছিল  ও  বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।


 ‌

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow