ফরিদপুরে জিয়া মঞ্চের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ফরিদপুরে জিয়া মঞ্চের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় জেলা ও মহানগর জিয়া মঞ্চের আয়োজনে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে এ কর্মসূচি পালন করেন তারা।
পরে শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ করেন।
ফরিদপুর মহানগর জিয়া মঞ্চের আহবায়ক লিয়াকত হোসেন লাভলুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এমকে আকতার টুটুল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়)
সাজ্জাদ হোসেন শাওন।
নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী সারা বাংলাদেশে কর্মসূচি শুরু হয়েছে। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত তাদের এই কর্মসূচি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পালন করবেন তারা।
বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকার বাংলাদেশকে ভারতীয় তাবেদার রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছিলেন। এই একটি দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের।
এই জিয়া মঞ্চ জীবিত থাকতে আর স্বৈরাচার শেখ হাসিনাকে পূর্ণবাসিত হতে দেবো না।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জিয়া মঞ্চের আহবায়ক তারিকুল ইসলাম তারিক, সদস্য সচিব সৈয়দ ইব্রাহিম আলী। এ ছাড়া জেলা ও সকল উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?