ফরিদপুরে জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 7, 2024 - 18:42
 0  2
ফরিদপুরে জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‌মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

 কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রবীণ নেতৃবৃন্দের সম্মাননা এবং বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় আর্থিক সহযোগিতা ও খাবার বিতরণ ‌প্রদান।
 ফরিদপুর মহানগর বিএনপি'র উদ্যোগে সংগঠনের আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি'র সভাপতিত্বে শুক্রবার ‌বেলা ১১:৪৫ মিনিটে ‌বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের কমলাপুরস্থ বাসভবন ময়েজ মঞ্জিলে এ কর্মসূচি পালন করা হয় ।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান অপু, কোতোয়ালি থানা বিএনপি'র সভাপতি আবদুর রউফ মিয়া, সাধারন সম্পাদক চৌধুরী নুরুজ্জামান রন্জন, সাংগঠনিক সম্পাদক শাহ শফিকুর রহমান রানু, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, যুগ্ম আহবায়ক কাজী শিবলী আহমেদ,মহানগর ছাএদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম,জেলা ছাএদলের সহ সভাপতি রফিকুল ইসলাম রনি।
এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী ‌উপস্থিত ছিলেন। 
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে ‌আলোচনা করেন। তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের একজন সফলতম রাষ্ট্রপ্রধান।
 তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
বক্তারা বর্তমান সরকারের ‌বিভিন্ন কর্মকান্ড সমালোচনা করেন। 
বক্তারা আগামী দিনে সরকার বিরোধী যে কোন আন্দোলনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার  আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow