ফরিদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Jan 12, 2025 - 22:51
 0  2
ফরিদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 
ফরিদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টা ১৫ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়।  ফরিদপুরের জেলা প্রশাসক 
 মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে  এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল,‌ সহ ফরিদপুর জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম আলী আহসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
উক্ত সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত আইনশৃঙ্খলা কমিটির মিটিং করার তাগিদ দেওয়া হয়।
এজন্য প্রশাসন ও পুলিশকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। 
এছাড়া আগামী রমজান মাস উপলক্ষ্যে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না পায় এজন্য প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অস্থায়ী ন্যায্য মূল্যের বাজার স্থাপনের গুরুত্ব দেয়া হয়। কৃষক যাতে সরাসরি মাঠ থেকে ফসল মধ্যস্বত্তভোগীদের ছাড়াই বাজারে বিক্রির উদ্দেশ্যে নিতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবার উপর আলোচনা করা হয়।
এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি চালকের ডোপ টেষ্ট করা এবং সড়ক আইন বাস্তবায়নে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার‌ উপর গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া রেল দুর্ঘটনা যাতে না ঘটে এজন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের পরামর্শ রাস্তার পাশে অবৈধ দোকান উচ্ছেদ করার জন্য মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow