ফরিদপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Mar 24, 2025 - 20:00
 0  3
ফরিদপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলা সড়ক নিরাপত্তা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আয়োজিত এ সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আসন্ন ঈদে দুর্ঘটনা কমানোর বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, জেলা এনএসআই-এর যুগ্ম পরিচালক অমিত বড়ুয়া, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, কামরুল ইসলাম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, যানবাহন চালকদের সড়কের নিয়ম-কানুন মেনে চলতে হবে এবং যাত্রীবাহী বাসের গতি নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়। আসন্ন ঈদে যাত্রীদের সুবিধার্থে বাসের ভাড়া সহনীয় পর্যায়ে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া, পুরাতন যানবাহন সাময়িকভাবে মেরামত করে যাত্রী পরিবহনের প্রবণতা সম্পর্কে সতর্কতা জানানো হয়, কারণ এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। ওভারলোডিং ও অতিরিক্ত গতির কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে বলে বক্তারা উল্লেখ করেন। তাই চালকদের সচেতনতা বাড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সড়ক দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকল পক্ষকে একযোগে কাজ করার তাগিদ দেন বক্তারা।

সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে সমন্বয়ের ওপরও জোর দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow