ফরিদপুরে ‌ জোর করে জমি দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Mar 21, 2024 - 14:14
 0  9
ফরিদপুরে ‌ জোর করে জমি দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরে জোর করে জমি দখল করে বাড়িঘর নির্মাণের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় প্রেস ক্লাবের অ্যাডভোকেট শামসুউদ্দিন মোল্লা মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চরভদ্রাসনের সোহরাব উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি তার লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান আমি যে জমিতে বসবাস করি তার বিএস খতিয়ানে ৭৭৮ নং দাগে আমার মোট জমির পরিমান ৮৭ শতাংশ। এর মধ্যে আমার ৪২ শতাংশে বসত বাড়ি বাকী ৪৫ শতাংশ জমি নাল। আমি যে জমিতে বাড়ি ঘর নির্মান করে স্থায়ী ভাবে বসবাস করছি তা আমার বাপ দাদার বসত ভিটা। পৈত্রিক সুত্রে পেয়ে আমি বসত করছি। কিন্তু সম্প্রতি চাচাতো ভাই মজিবুর মোল্লা, শাজাহান মোল্লা, মিন্টু মোল্লা ও লিয়াকত মোল্লা আমার বসত ভিটায় এসে জোর করে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে বাড়িঘর তুলছে।
ইতিপূর্বেও তারা আমরা জমিতে বাড়িঘর তোলার প্রস্তুতি নিয়ে ছিল। তা তারা পারে নাই। সে সময়ে আমি পুলিশকে অবহিত করলে পুলিশ এসে তাদেরকে বিরত করে এবং তারা বলে যায় জমিটি যে অবস্থায় আছে সে অবস্থাই থাকবে। কিন্তু তারা প্রশাসনের কোন কথা না মেনে তাদের কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে তারা গত বুধবার সকাল থেকেই আমাদের জমির উপর ঘর তৈরী করছে। এখন আমরা তাদের ভয়ে থেকে জীবন রক্ষা করছি।
তিনি যাতে উক্ত জমিতে ‌ বসবাস করতে পারেন‌ সেজন্য সাংবাদিকদের ‌ সহযোগিতা কামনা করেন।
এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের ‌সদস্যবৃন্দ ‌এবং বিভিন্ন ‌ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ‌।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow