ফরিদপুরে ট্রাফিক ব্যবস্থা উন্নত, সড়ক সংস্কারের আশ্বাস—মোহাম্মদ কামরুল হাসান মোল্লা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
Mar 9, 2025 - 17:16
 0  3
ফরিদপুরে ট্রাফিক ব্যবস্থা উন্নত, সড়ক সংস্কারের আশ্বাস—মোহাম্মদ কামরুল হাসান মোল্লা

আজ রবিবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ আব্দুল্লাহ বিন কালাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক অমিত বড়ুয়া, ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

সভায় ফরিদপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, "সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির তুলনায় বর্তমানে ফরিদপুরের অবস্থা তুলনামূলকভাবে ভালো।" জেলা পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে এবং শহরে রাতের টহল ডিউটি বাড়ানো হয়েছে। পাশাপাশি শহরের ট্রাফিক ব্যবস্থা উন্নত করার চেষ্টা চলছে।

বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ডোপ টেস্ট চালানোর ওপর গুরুত্ব দেন। এছাড়া ফরিদপুর শহরের বাইরে থেকে আসা অটোরিক্সা ও ইজিবাইক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা উঠে আসে, যাতে শহরের অভ্যন্তরে যানজট কমানো যায়।

সভায় বলা হয়, শহরের ভাঙ্গা থেকে চার লেনের কাজ দ্রুত শুরু করা হবে এবং তালমা বাখুন্ডা ও মহিলা রোডের খারাপ সড়ক দ্রুত সংস্কারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং জেলা প্রশাসন বাজার মনিটরিং চালু রেখেছে।

টিসিবি এবং ওএমএস ন্যায্য মূল্যের বাজার ব্যবস্থা আরো কার্যকরী করেছে। অবৈধ বালু উত্তোলন, অবৈধ ইটভাটা এবং মাটিকাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। এছাড়া ফরিদপুরের হাজী শরীয়তউল্লাহ বাজার সংলগ্ন বেইলী ব্রিজটির সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow