ফরিদপুরে ট্রেন স্টপেজের দাবীতে ট্রেন আটক ও মানব বন্ধন অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 5, 2024 - 19:13
 0  5
ফরিদপুরে ট্রেন স্টপেজের দাবীতে ট্রেন আটক ও মানব বন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে ট্রেন স্টপেজের দাবীতে ট্রেন আটক ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চন্দনা কমিউটার ট্রেনের (রাজবাড়ী-ভাঙ্গা- রাজবাড়ী) ফরিদপুর রেলস্টেশনে  স্টপেজের দাবীতে ফরিদপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে আজ রবিবার সকাল ৫ঃ৩৭ থেকে ৫:৪৯ মিনিট পর্যন্ত উক্ত কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতু'র সভাপতিত্বে শহরের 
 রেলস্টেশনস্থ ট্রেন লাইনে  ট্রেন আটক পূর্বক এ মানব বন্ধন কর্মসূচী  পালিত হয়। 
উক্ত মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন  ফরিদপুর সিটি পেইজের সদস্য আশিষ কুমার কুন্ডু, সেলিম মিয়া, আলী মকিম, ঘুরিফিরি ফরিদপুরের সদস্য  ইকবাল হোসেন,সোহান আলী ,আরিফ শেখ সহ ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন  ফরিদপুর একটি  প্রাচীন জেলা শহর , এবং অসংখ্য যাত্রী ফরিদপুর থেকে ভাঙ্গার উদ্দেশ্যে প্রতিনিয়ত যাত্রা করে। স্বল্প খরচ এবং অল্প সময়ে তারা এই ট্রেনে যাতায়াত করতে পারে। না থাকায় যাতায়াতের  সুবিধা হচ্ছে বঞ্চিত হবে ‌ এই অঞ্চলের বাসিন্দারা। তারা আগামীকাল থেকে এই ট্রেনে যাতে ‌ ফরিদপুরবাসী সুবিধা পেতে পারে সেজন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।উল্লেখ্য,গত শনিবার  দুপুরে মাদারীপুর জেলার  শিবচর রেলওয়ে স্টেশনে রাজবাড়ী-ভাঙ্গা- রাজবাড়ী (চন্দনা কমিউটার) ও ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা (ভাঙ্গা কমিউটার) ট্রেন দুটির উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow