ফরিদপুরে ডাকাতদলের দুই সদস্য আটক, পিকআপসহ গরু উদ্ধার 

এহসানুল হক, ফরিদপুর প্রতিনিধি
Dec 14, 2024 - 22:43
 0  22
ফরিদপুরে ডাকাতদলের দুই সদস্য আটক, পিকআপসহ গরু উদ্ধার 

ফরিদপুরে ডাকাতি হওয়া একটি পিকআপ, গরু, নগদ টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই আসামি ও আটক করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা সংবাদমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর শরিয়তপুর জেলার ডামুড্যা থানার গরু ব্যবসায়ী মোতালেব মাতুব্বর কুষ্টিয়া থেকে গরু ভর্তি পিকআপ নিয়ে শরিয়তপুর যাওয়ার সময় ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ি রাস্তার মোড় হতে এগিয়ে বাইপাস সড়ক দিয়ে যাত্রাপথে রাত সাড়ে ৮ টার দিকে ডকাত দলের একটি টিম পিকআপে থাকা ৬ টি গরুসহ পিকআপ ও নগদ এক লক্ষাধিক টাকা ও দুটি মোবাই ফোন ছিনতাই করে। এ ঘটনায় মোতালেব মাতুব্বর কোতয়ালি থানায় অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করে। 

এ ঘটনায় কোতয়ালি থানা পুলিশ ১৩ ডিসেম্বর সাত সাড়ে ৯ টার দিকে ফরিদপুর সদর উপজেলার রঘুনন্দনপুর হাসিবুল হাসান ওরফে জসিম মোল্যা (২৬) নামে এক আসামিকে আটক করেন। হাসিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যমতে ইয়াদ আলী খান (৫২) নামে আরও এক আসামি আটক করেন। 

আটক আসামি হাসিবুল হাসান ওরফে জসিম মোল্যা (২৬) ফরিদপুরের সালথা উপজেলার হারেস মোল্যার ছেলে। অপর আসামি ইয়াদ আলী খান (৫২) ফরিদপুরের আলফাডাঙ্গা থানার হাসেম খানের ছেলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow