ফরিদপুরে ডিকাল্ব-৯২১৭ ভুট্টা বীজের মাঠ দিবস অনুষ্ঠিত

বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের উদ্যোগে ফরিদপুর সদর উপজেলার গজারিয়া ইউনিয়নের আলিয়াবাদ গ্রামে ডিকাল্ব-৯২১৭ উচ্চ ফলনশীল ভুট্টা বীজের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মোহাম্মদ বিন-ইয়ামিন, বেটার লাইভ ফার্মিংয়ের ফিল্ড অ্যাক্টিভেশন ম্যানেজার কৃষিবিদ তরিকুল ইসলাম এবং বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের কাস্টমার কানেক্ট ম্যানেজার (বীজ) কৃষিবিদ চন্দন কুমার মিত্র।
অনুষ্ঠানে প্রায় ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন। তারা মাঠপর্যায়ে চাষ করা ডিকাল্ব-৯২১৭ ভুট্টা বীজের গুণগত মান ও উচ্চ ফলন সম্পর্কে তাদের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় জানা যায়, ডিকাল্ব-৯২১৭ বীজের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ঝড় সহনশীলতা, অধিক ফলনক্ষমতা, আকর্ষণীয় কমলা রঙের দানা এবং উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা।
কর্মসূচিতে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের কর্মকর্তারা কৃষকদের উন্নত বীজ ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। কৃষক প্রতিনিধিরাও ভবিষ্যতে ডিকাল্ব-৯২১৭ বীজের ব্যবহার বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
What's Your Reaction?






