ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৪৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার এর দিকনির্দেশনায় ও অফিসার-
ইনচার্জ, (ভাংগা জোন), ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম সালথা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬-৪০ মিনিটে সালথা থানার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া অটো স্ট্যান্ডের জনৈক মোহাম্মদ আলী স্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। হাসিব ফকির (২৫) পিতা- মৃত বাশার ফকির, মাতা- নিহারুন বেগম, সাং- বড় লক্ষনদিয়া
২। দাউদ শেখ (২০) পিতা- আলেম শেখ, মাতা- লালমতি বেগম, সাং- দিয়াপাড়া
৩। মোঃ তামিম মোল্যা (১৮) পিতা- মোঃ কাওছার মোল্যা মাতা- ময়না বেগম,সাং- মাঝারদিয়া গোলপাড়া সর্ব থানা- সালথা জেলা- ফরিদপুরদেরকে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
What's Your Reaction?