ফরিদপুরে তথ্য অধিকার আইন ও বিধি-বিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ফরিদপুরে তথ্য অধিকার আইন ও বিধি-বিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এন পি ও) শিল্প মন্ত্রণালয় এর আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে শহরের এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজের কনভেনশন হলে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব )এর পরিচালক শেখ সাইফুল ইসলাম অহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন শিল্প মন্ত্রণালয়ের উদ্ধতন গবেষণা কর্মকর্তা আবিদা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী নাঈমুর রহমান।
এ সময় বিভিন্ন উদ্যোক্তা বৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।
সভায় তথ্য অধিকার আইন, তথ্যপ্রাপ্তি এবং তথ্য সংগ্রহ বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়।
এছাড়া সর্বস্তরের জনগণ যেন কাঙ্খিত ও প্রত্যাশিত তথ্য পেতে পারে সে ব্যাপারে তাদের সচেতনতা করার জন্য বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। একই সাথে তথ্যদাতা প্রতিষ্ঠানগুলো যেন জনগণের চাহিদা অনুযায়ী জনগণকে তথ্য প্রদান করে সে ব্যাপারে তাদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে সেমিনারে জানানো হয়। উক্ত সেমিনারে প্রায় ৩৫ জন ব্যক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
What's Your Reaction?