ফরিদপুরে তারুণ্যের উৎসব নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত
ফরিদপুরে তারুণ্যের উৎসব নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের অম্বিকা ময়দানে সঙ্গীত আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান-জেলা শিল্পকলা একাডেমি আয়োজনে
এবং ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়াছীন কবিরের সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল। এ সময় বক্তারা বলেন নৃত্যের মাধ্যমে
নিজের ভাব বিনিময় প্রকাশ করা যায়।
এটা একটা নির্মল বিনোদন,শরীর ফিট রাখতে হলে এর গুরুত্ব অপরিসীম। এ ব্যাপারে ফরিদপুর শিল্পকলা একাডেমি বিগতদিনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বক্তারা বলেন নৃত্য এমন একটি ভাষা যা বিশ্বের সব শ্রেণীর লোকজন বুঝতে পারে।
ফরিদপুরে সুস্থ সংস্কৃতি চর্চা হবে বলে ও আশাবাদ ব্যক্ত করা হয়।
এরপর অনুষ্ঠানে প্রথমে জেলা শিল্পকলা একাডেমী এবং পরবর্তীতে বিভিন্ন সংগঠন তাদের নৃত্য অনুষ্ঠান পরিবেশন করেন।
এ সময় সংগঠন গুলোর কর্মকর্তাবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
উক্ত অনুষ্ঠান উপভোগ করেন।
What's Your Reaction?