ফরিদপুরে তারেক মাসুদ ফাউন্ডেশনের কল্যাণে ড.সলিমুল্লাহ খানের আমার যত কথা অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Apr 20, 2024 - 15:52
 0  24
ফরিদপুরে তারেক মাসুদ ফাউন্ডেশনের কল্যাণে ড.সলিমুল্লাহ খানের আমার যত কথা অনুষ্ঠিত 

ফরিদপুরের জেলা পরিষদ সম্মেলন কক্ষে ‌ শনিবার সকাল ১১ টায় তারেক মাসুদ ফাউন্ডেশনের  কল্যাণে ডঃ সলিমুল্লাহ খানের আমার যত কথা ‌ অনুষ্ঠিত হয়। ফরিদপুর সাহিত্য পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারেক মাসুদ ফাউন্ডেশনের সভাপতি  মোসায়েদ হোসেন ঢালী। অনুষ্ঠানে ফরিদপুর সাহিত্য পরিষদের ‌ সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক ‌ সাংবাদিক মফিজ ইমাম মিলনের সঞ্চালনায় একক বক্তব্য উপস্থাপন করেন  ডঃ সলিমুল্লাহ খান। এ সময় তিনি সমকালীন সাহিত্য বিষয়ে খোলামেলা আলোচনা করেন। এরপর দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ এর মাতা নুরুন্নাহার মাসুদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর সাবেক জেলা প্রশাসক এ ,কে এম,আব্দুল আউয়াল মজুমদার, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার অসম  জাহাঙ্গীর চৌধুরী টিটু, অধ্যাপক মোঃ বেলাল হোসেন, সাংস্কৃতি কর্মী ম আহমেদ নিজাম ‌, এ সময় ফরিদপুর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow