ফরিদপুরে তিন দিনব্যাপী বিবি মেলা সমাপ্ত
ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিবি মেলা রবিবার রাতে শেষ হয়েছে। শুক্রবার এই মেলার উদ্বোধন করা হয়।
মেলা কে কেন্দ্র করে প্রথম দিন থেকেই সাধারণ দর্শকদের প্রচন্ড আগ্রহ লক্ষ্য করা গেছে। এছাড়া মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মেলার অন্যতম আকর্ষণ। শেষ দিনে বিকেল তিনটা থেকেই বিভিন্ন স্থানের দর্শনার্থীরা মেলায় এসে ভিড় করে। রাতে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল , এ সময় বক্তব্য রাখেন প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন বিখ্যাত চিকিৎসক ডাক্তার আসম জাহাঙ্গীর চৌধুরী টিটু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন,
মাগুরা শহীদ সরোয়ারদী কলেজের অধ্যক্ষ রিজভী জামান, অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল করিম অনুষ্ঠানের সঞ্চালনা করেন কৈফিয়ার স্বত্বাধিকারী রওশন আরা দীপ্তি। অনুষ্ঠানে কবিতা আবৃতি ,ও যন্ত্রসংগীত পরিবেশনা করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বিবি রাসেল বলেন তাকে নিয়ে এই ধরনের একটা মেলার উদ্যোগ শহরাঞ্চলে এই প্রথম, তিনি এজন্য আয়োজকদের ধন্যবাদ জানান, তিনি বলেন আপনারা আমাকে সাপোর্ট দিন । এছাড়া তিনি সবাইকে দেশী কাপড় কেনার জন্য পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে মেলায় অংশগ্রহণকারী তিনটি স্টলকে পুরস্কার দেয়া হয়। এছাড়া মেলায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের ও পুরস্কার দেওয়া হয় ।
এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।
এদিকে মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকেরা জানান এ ধরনের মেলায় অংশগ্রহণ করতে পেরে তারা আনন্দিত এখান থেকে আরো ভালো কিছু উদ্যোক্তা বেরিয়ে আসবে বলেও প্রত্যাশা করা হয়।
What's Your Reaction?