ফরিদপুরে দুই দিনব্যাপী ‌তথ্য মেলা শেষ হয়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধি
Nov 21, 2024 - 19:40
 0  4
ফরিদপুরে দুই দিনব্যাপী ‌তথ্য মেলা শেষ হয়েছে

ফরিদপুর শহরের ‌অম্বিকা ময়দানে দু'দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

 আজ  দ্বিতীয় ও শেষ দিন  গণ শুনানি, কুইজ প্রতিযোগিতার ‌  পুরস্কার বিতরণ ‌ ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা সমাপ্তি ঘোষণা করা হয়। 
গণ শুনানিতে ফরিদপুরের তিনটি বিভাগ ভূমি পাসপোর্ট স্বাস্থ্যসেবা সম্পর্কে ‌বিভিন্ন‌ প্রশ্ন করেন সাধারণ জনগণ।
 এ সময় ‌ তাদের প্রশ্নের উত্তর দেন ডেপুটি সিভিল সার্জন শাহ মুহাম্মদ বদরুদ্দোজা, মোঃ শফিকুল ইসলাম সহকারী কমিশনার ভূমি ফরিদপুর সদর, ও মোঃ আবু নাঈম উপ পরিচালক আঞ্চলিক পাসপোর্ট অফিস। একই সাথে সেবার মান উন্নতিকল্পে আগামী দিনের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। 
অনুষ্ঠানের  পরবর্তী পর্বে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া মেলায় অংশগ্রহণকারী স্টল সমূহকে  সনদপত্র ‌ও সম্মাননা প্রদান করা হয় ‌।
এরপর সংস্কৃতিক অনুষ্ঠানে ‌ চাঁপাইনবাবগঞ্জ ‌ গম্ভীরা পরিবেশন করা হয়। এছাড়া   টিআইবি সনাকের ‌ পরিবেশনায় ‌ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, আবৃতি পরিবেশন করা হয়। এতে অংশগ্রহণ করেন ‌ গোবিন্দ বাগচী মৃন্ময় , রিসালাতুন নাহার, পূজা মৌমিতা, মুন্নি সুলতানা , অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সুব্রত নন্তু বিশ্বাস ও সন্দীপ কুমার। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌ মোঃ রেজাউল ‌ করিম । অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন সনাকের  জেলা কমিটির সভাপতি ‌ অধ্যাপিকা শিপ্রা রায়। 
উল্লেখযোগ্য সম্পদ দর্শক অনুষ্ঠানগুলো উপভোগ করেন।
দুইদিন ব্যাপী এ  মেলা উপলক্ষে ‌  মোট ২৬ টি ‌ বিভিন্ন সরকারি‌‌ বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow