ফরিদপুরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ফরিদপুর পৌরসভার মুন্সিবাজার এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী দুই ভাই রঞ্জিত বিশ্বাস (৪০) ও লিটন বিশ্বাস (৪২) কে শুক্রবার (৪ এপ্রিল) রাতে গেরদা ইউনিয়নের কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করেছে।
শুক্রবার রাত ১১টার দিকে গেরদা ইউনিয়নের সাহেব বাড়ি থেকে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। রঞ্জিত বিশ্বাস এবং তার সহোদর লিটন বিশ্বাস মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন, এমন সময় পেছন থেকে দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত হামলা চালিয়ে রঞ্জিত বিশ্বাসকে কুপিয়ে আহত করে। এ সময় লিটন বিশ্বাসও আহত হন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রঞ্জিত বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলার কারণ শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আহত রঞ্জিত বিশ্বাসের ভাই লিটন বিশ্বাস বলেন, "রাত বেশি হওয়ায় আমার বড় ভাই রঞ্জিত দাওয়াত খেয়ে বাড়ি ফিরতে পারছিলেন না। পরে আমাকে ফোন দিলে আমি মোটরসাইকেল নিয়ে তাকে বাড়ির দিকে ফিরছিলাম। পথে তিন-চারজন দুইটি মোটরসাইকেল থেকে গুলি করে আমাদের লক্ষ্য করে এবং পরে আমরা রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।"
What's Your Reaction?






