ফরিদপুরে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 21, 2024 - 10:26
 0  32
ফরিদপুরে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট 

ফরিদপুরে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর সার্বিক তত্ত্বাবধানে ২০৪০ সালের মধ্যে দেশ থেকে ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার নির্মূল করার লক্ষ্যে সোমবার ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের নির্দেশনায়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীর পরামর্শক্রমে, উক্ত কার্যালয়ের সহকারী কমিশনার ও সহকারি ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী এবং সহকারী কমিশনার ও সহকারি ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ-উল-মাহমুদের যৌথ নেতৃত্বে ফরিদপুর শহর এলাকার বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই মোবাইল কোর্ট পরিচালনার সময় বিভিন্ন খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানে ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহারের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে "ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ " এর আওতায় দুইটি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক অর্থ দন্ডে দন্ডিত করা হয় এবং সেই সাথে উপস্হিত জনসাধারণ এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে এ আইন সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদান করে সচেতন করা হয়। 
প্রচলিত এই মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান। 
একই সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যথারিতি দায়িত্ত্ব পালন করেন জেলা পুলিশ প্রশাসনের একটি টিম। জন স্বার্থে এবং উক্ত ভিশনের লক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এই ধরনের মোবাইল কোর্ট যথারিতি অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow