ফরিদপুরে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে অম্বিকাপুর বয়েজ ও বন্ধন স্পোটিং ক্লাবের জয়লাভ
ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় জয় লাভ করেছে অম্বিকাপুর বয়েজ ক্লাব একাদশ। তারা প্রতিপক্ষ সন্টু স্মৃতি কে ৮উইকেটে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে সন্টু স্মৃতি ৯১ রানে অলআউট হয়। জবাবে অম্বিকাপুর বয়েজ ক্লাব ২ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে।
দিনের দ্বিতীয় খেলায় বন্ধন স্পোটিং ক্লাব ৭৩ রানে লিজেন্ড অব চর মাধবদিয়াকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বন্ধন স্পোর্টিং ক্লাব ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে. জবাবে লিজেন্ড অফ চর মাধবদিয়া ১০১ রানে অলআউট হয়।
What's Your Reaction?