ফরিদপুরে দ্য ডেইলি মেসেঞ্জারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফরিদপুরে দ্য ডেইলি মেসেঞ্জারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে বন্যাঢ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দ্য ডেইলি মেসেঞ্জারের ফরিদপুর জেলা প্রতিনিধি নাজিম বাঁকাউল, ফরিদপুর প্রেসক্লাবের সদস্য আলী আশরাফ কাজল, সঞ্জীব দাস আসাদুল হক, মঞ্জুয়ারা স্বপ্না, হারুন আনসারি, বিকে শিকদার সজল, মনিরুল ইসলাম টিটু, জাকির হোসেন, মানিক দাস,জাহিদুল ইসলাম মুরাদ,প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন,এই পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে সাধারণ জনগণের কাছে গ্রহণ যোগ্যতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
এ সময় অন্যান্য বক্তারা বলেন দ্য মেসেঞ্জার সাধারণ মানুষের পক্ষে কথা বলছে। তারা শুধু দেশ নয় দেশের বাইরে খবরগুলো পাঠকের কাছে তুলে ধরছে।
তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাধারণ জনগণের কাছে ইতোমধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। তারা পত্রিকাটির উত্তরোত্তর সবল কামনা করেন। এবং এই পত্রিকার সাথে জড়িত সকল সকল কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানান। পত্রিকাটি আগামীতে আরো দৃশ্যমান সংবাদ পরিবেশন করে জনগণের আস্থা অর্জনে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
What's Your Reaction?