ফরিদপুরে দ্রুত বিচার আইনে যুবলীগের ২৯ নেতাকর্মীর নামে মামলা
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় হামলার অভিযোগে ফরিদপুরে দ্রুত বিচার আইনে আওয়ামী যুবলীগের ২৯ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করা হয়।
বাদী পক্ষের আইনজীবী অ্যাড. হেমায়েত হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুসহ যুবলীগের ২৯ নেতাকর্মীর নামোল্লেখ করে আরও ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
উল্লেখ করে যেতে পারে গত ২০২২ সালে ২৮ সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভার আয়োজন করা হয়। সেখানে জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর নেতৃত্ব হামলা চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
What's Your Reaction?