ফরিদপুরে নাগরিক মঞ্চের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুরে নাগরিক মঞ্চের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের নিলটুলীর মুজিব সড়ক সংলগ্ন আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালের আটতলায় নগরিক মঞ্চের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এর আগে নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবরের সভাপতিতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বিশিষ্ট নাট্য গবেষক বিপ্লব বালা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা, বিশিষ্ট লেখক সৈয়দ জুনায়েদ পারভেজ, ব্লাস্টের ফরিদপুরের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী বিশিষ্ট নারীনেত্রী আসমা আক্তার মুক্তা, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান, বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুর রহমান সাবুল, ফরিদপুর নাগরিক মঞ্চের কোষাধ্যক্ষ সুজিত কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানে নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বলেন, ফরিদপুর নাগরিক সমাজের কন্ঠ হিসেবে কাজ করছে নাগরিক মঞ্চ। তিনি বলেন, আগামীতে নাগরিক মঞ্চের কার্যক্রম আরও জোরদার করা হবে।
What's Your Reaction?