ফরিদপুরে নার্সিং শিক্ষার্থীদের ক্লাস বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 27, 2025 - 16:34
 0  2
ফরিদপুরে নার্সিং শিক্ষার্থীদের ক্লাস বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে ফরিদপুরে ক্লাস ও পরীক্ষা বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং শিক্ষার্থীরা। আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস পরিষদ ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর সরকারি নার্সিং কলেজের ছাত্র তন্ময় (৩য় বর্ষ) এর সভাপতিত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় ফরিদপুর সরকারি নার্সিং কলেজসহ শহরের সকল বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশগ্রহণ করে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থী রোমান হাসান, আক্তার হোসেন, রাহুল দেবসহ অন্যরা।

বক্তারা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কোন অংশেই স্নাতক সম্মান বা ডিগ্রি কোর্সের চেয়ে কম নয়, বরং অনেক ক্ষেত্রেই এগিয়ে। অবিলম্বে তাদের উত্থাপিত দাবিসমূহ মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow