ফরিদপুরে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ফরিদপুর নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তন্ময়।
মানববন্ধনে ফরিদপুর নার্সিং কলেজের শিক্ষার্থী রোমান, রন্তা আক্তার, শান্তা, রাহুলসহ শহরের আটটি বেসরকারি নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা বলেন, “ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কোনো অংশেই স্নাতক ডিগ্রির চেয়ে কম নয়। বরং এসব কোর্সে ছয় মাসের ইন্টার্নশিপসহ অধিকতর ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ থাকে। তাই আমাদের প্রাণের দাবি—এই কোর্সগুলোকে স্নাতক সমমানের ডিগ্রি হিসেবে স্বীকৃতি দিতে হবে।”
What's Your Reaction?






