ফরিদপুরে নিখোঁজের একদিন পর উদ্ধার হলো সেই কলেজ ছাত্রের মরদেহ

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Aug 12, 2024 - 19:32
 0  8
ফরিদপুরে নিখোঁজের একদিন পর উদ্ধার হলো সেই কলেজ ছাত্রের মরদেহ

ফরিদপুর শহরের মদনখালীর স্লুইসগেট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর উদ্ধার হলো ফাহাদ আহমেদ (২০) নামের সেই কলেজছাত্রের মরদেহ।

সোমবার দুপুর আড়াইটার দিকে একই এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ওই কলেজছাত্র নিখোঁজ হন।
নিখোঁজ ফাহাদ একই শহরের টেপাখোলা এলাকার মো. হোসেন আহমেদের ছেলে বলে জানা গেছে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈই।
তিনি বলেন, 'সোমবার দুপুরে স্থানীয়রা ভাসমান অবস্থায় ওই কলেজছাত্রের মরদেহ দেখে আমাদের খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে আমরা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow