ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

ফরিদপুর জেলা প্রতিনিধি
Nov 19, 2024 - 19:35
 0  10
ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

ফরিদপুরে ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর মিলনায়তনে এ সেমিনারের আযোজন করা হয়।

এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্ল্যা বলেন, বিদেশ যাওয়ার ইচ্ছে পোষণ, যাওয়ার প্রস্তুতি গ্রহণ থেকে শুরু করে বিদেশে পৌঁছানো এবং কর্মসংস্থানে যুক্ত হওয়ার বিষয়টি একটি ট্রেনজার্নির মত। প্রতিটি পরতে পরতে রয়েছে বিপদের হাতছানি। এরজন্য চিন্তা-ভাবনা করে বুঝে-শুনে প্রতিটি প্রদক্ষেপ নিতে হবে যাতে নিজে নিরাপদে থাকা যায়।
জেলা প্রশাসক বলেন, পাশাপাশি অভিবাসনের ক্ষেত্রে  দক্ষতা  একটি বড় শক্তি। দক্ষ হয়ে বিদেশে যেতে হবে। সব দেশে এক জাতীয় কর্মসংস্থানের সুযোগ নেই, এজন্য সরকারি মাধ্যমে সববিষয়ে স্বচ্ছ ধারানা নিয়ে তবেই বিদেশে যেতে হবে। বিদেশে গিয়ে নিজের সম্মান বজায় রাখার পাশাপাশি দেশের মান ও মর্যাদা তুলে ধরতে হবে। এমন কোন কাজ করা ঠিক হবে না যাতে নিজের ও দেশের সুনাম ক্ষুন্ন হয়।
এ সেমিনারে সভাপতিত্ব করেন ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ মো. আখতারুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক এ এস এম মাঈনুল আহসান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের  সহকারি পরিচালক ষষ্ঠী পদ রায়, হাইওয়ে পুলিশের এএসপি মো. মারুফ হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা এডিসি এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, নারী নেত্রী আসমা আক্তার  মুক্তা প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow