ফরিদপুরে নিরাপদ সবজি মেলার উদ্বোধন
স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে ফরিদপুরে কীটনাশক ছাড়া নিরাপদ সবজি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় হাজী শরীয়তুল্লাহ বাজার চত্বরে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও হাজী শরিয়তুল্লাহ বাজারের সভাপতি মোঃ নুরুল ইসলাম মোল্যা।
ইউএসএইড এর অর্থায়নে এবং ক্যামোনিক্স ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ”ফিড দ্যা ফিউচার বাংলাদেশ হর্টিকালচার, ফ্রুুটস এন্ড নন-ফুড ক্রপস অ্যাক্টিভিটিভ এর সহায়তায নিরাপদ সবজি মেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিসি এগ্রো লিঃ এরপরিচালক খন্দকার হামিদুল ইসলাম, সভাপতিত্ব করেন এসডিসি এগ্রো লিঃ পরিচালক কাজী আশরাফুল হাসান।
এসময় বক্তারা প্রকল্পের উদ্দেশ্য ও নিরাপদ সবজির গুরুত্ব উল্লেখ করেন। উক্ত অনুষ্ঠানে জনস্বাস্থের জন্য নিরাপদ সবজির গুরুত্ব এবং কৃষিতে নিরাপদ সবজির চাহিদা ও নিরাপদ সবজি চাষাবাদের মাধ্যমে কৃষকদের লাভজনক হওয়ার ব্যাপারে আলোচনা করা হয়। বর্তমানে বাংলাদেশ তথা সারাবিশ্বব্যাপী নিরাপদ খাদ্য এবং নিরাপদ সবজির বিষয়টি খুবই গুরুত্ব সহকারে আলোচিত হচ্ছে। এসডিসি এগ্রো লি: যেভাবে কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে নিরাপদ সবজি উৎপাদন করে বিভিন্ন বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করছে তা অবশ্যই প্রশংসার দাবীদার।
What's Your Reaction?