ফরিদপুরে পত্রিকার হকারদের মাঝে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Mar 24, 2025 - 19:56
 0  3
ফরিদপুরে পত্রিকার হকারদের মাঝে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা শাখার উদ্যোগে স্থানীয় সংবাদপত্র হকারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ ২০২৫) ভোর ৬টায় শহরের স্বর্ণকুটির মার্কেটের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ৩১ জন সংবাদপত্র বিতরণকারীর হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতি এস এম আবুল বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের আমীর ড. এহসানুল মাহবুব।

এছাড়া, আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল হুসাইন শামীম, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, অফিস সম্পাদক মেহেদী হাসান সুমন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যেখানে বৈষম্যের কোনো স্থান নেই। পত্রিকা বিতরণকারী হকাররা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সুখ-দুঃখে আমরা সবসময় পাশে আছি এবং থাকব।"

অনুষ্ঠান শেষে অনুপস্থিত হকারদের জন্য ঈদ সামগ্রী হকার্স সমিতির সভাপতি মো. পান্নু খান এবং সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরের কাছে হস্তান্তর করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow