ফরিদপুরে পথকলি সংস্থার উদ্যোগে ১০ টি বকনা বাছুর ও ২৮ টি ছাগল বিতরণ 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 13, 2024 - 20:25
Jun 13, 2024 - 20:26
 0  6
ফরিদপুরে পথকলি সংস্থার উদ্যোগে ১০ টি বকনা বাছুর ও ২৮ টি ছাগল বিতরণ 

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামে ১০টি বকনা বাছুর ও ২৮ টি ছাগল  বিতরণ করা হয়েছে। 
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় পথকলি সংস্থা দরিদ্রদের মাঝে এই বকনা বাছর ও ছাগল বিতরন করেন। 
বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্রদের হাতে ছাগল ও বকনা বাছর তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির, সহকারী কমিশনার মো: মাসুম বিল্লাহ  জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সঞ্জিব বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, নগরকান্দা উপজেলা প্রাণি সম্পদ কর্মকতা ডাঃ মোঃ সাইফুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুল হুদা। 
সভায় স্বাগত বক্তব্য রাখেন পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিলায়েত হোসেন।
 অনুষ্ঠানে ১০ নারীকে ১০ টি বকনা বাছুর ও ১৪ জন নারীকে ২৮টি ছাগল দেওয়া হয়। এর আগে ছাগল ও বকনা বাছুর গ্রহিতাদের গরু ও ছাগল পালনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow