ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়াসিন কবির, স্থানীয় সরকার ফরিদপুরের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম, ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, জেলা এনএসআই-এর যুগ্ম পরিচালক অমিত বড়ুয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আল ইসা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন পলাশ ও জুলফিকার হোসেন জুয়েলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা জানান, আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৭:৩০টায় চানমারি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন চকবাজার জামে মসজিদের ইমাম। এছাড়া সকাল ৭:৪৫টায় চকবাজার জামে মসজিদ ও সকাল ৮:০০টায় মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের জামাতে জরুরি প্রয়োজনে মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে থাকবে এবং বিশেষ টহল টিম মোতায়েন করা হবে। সভায় জানানো হয়, ঈদ উপলক্ষে পটকা, আতশবাজি এবং উচ্চস্বরে গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেউ এসব আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন সেক্টরে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় বক্তারা সকলকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
What's Your Reaction?






