ফরিদপুরে পাট বীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Sep 6, 2024 - 18:49
 0  5
ফরিদপুরে পাট বীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

''সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে ফরিদপুরে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন, উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে, বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাস্‌নীম এর সভাপতিত্বে, প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন ঢাকা পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার। 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) 
মোঃ রকিবুল ইসলাম, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, অঞ্চল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রঞ্জিত কুমার বোস প্রমুখ। 
এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন, পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুজ্জামান রিশাদ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও পাটবীজ উৎপাদনের কলাকৌশল বিষয় নিয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে আলোচনা করা হয়। 
প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার ৯ টি ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষন কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে পাটের তৈরি চটের ব্যাগ প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow