ফরিদপুরে পাট সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 8, 2024 - 19:51
 0  3
ফরিদপুরে পাট সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ফরিদপুরে পাট সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২ টায় ফরিদপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার   সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভা শহরের শিশু একাডেমীতে অনুষ্ঠিত হয়। পাট সংশ্লিষ্ট অংশীজনের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি,
 মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের  মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আব্দুর রহমান,ফরিদপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য ঝর্ণা হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব  মোঃ আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, 
সহ -সভাপতি শ্যামল ব্যানার্জী, ফরিদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি নজরুল  ইসলাম, বিজেএমএ ফরিদপুরের সভাপতি আবুল হাসান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল আলম চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
এ সময় ফরিদপুর জেলা এবং উপজেলা থেকে ১০ জন পাট চাষীকে মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে কীটনাশক স্প্রে মেশিন উপহার প্রদান করা হয়।
এরপর বিকেল তিনটে ১০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বহুমুখী পাট পণ্য মেলা- ২০২৪ এর শুভ উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে ৩১ টি পাট স্টল পরিদর্শন করেন। 
 এ সময় মতবিনিময় সভায় বক্তারা বলেন পাটখাতের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। পাট পচানোর পর্যাপ্ত পানি না পাওয়ার কারনে 
কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বল্প স্থানে কিভাবে পাট পঁচানো যায়, সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ করা হচ্ছে। পাট ও পাটজাত পন্যের বহুমূখী ব্যবহার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পন্যে পাটজাত পন্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অচিরেই পাট সংশ্লিষ্ট সকল সমস্যার সমাধান করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow