ফরিদপুরে পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 23, 2024 - 10:56
 0  7
ফরিদপুরে পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী 

 ফরিদপুরে পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এ উপলক্ষে রবিবার(২৩ জুন) সকাল ৯ টায় শহরের আলিপুর অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, এক মিনিট নীরবতা পালন,মোনাজাত,স্বেচ্ছায়  রক্তদান, আলোচিত প্রদর্শনী ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ শহীদুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের ‌প্রচার সম্পাদক ‌ নিয়াজ জামান সজীব ।
এর আগে ‌বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ‌ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ ‌ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণিল শোভাযাত্রা ‌ও পরে ৭৫ পাউন্ডের কেক কাটা হবে এবং দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এবং দেশাত্মবোধক গান ‌পরিবেশিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow