ফরিদপুরে পালিত হচ্ছে বাজুসের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী
গয়নায় হোক প্রযুক্তির ছোঁয়া এই স্লোগানের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হচ্ছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাজুসের ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের নীলটুলি স্বর্ণপট্টিতে শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
বাজুস ফরিদপুরের সভাপতি নন্দকুমার বড়াল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার এর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাজুস ফরিদপুর জেলা শাখার কোষাধ্যক্ষ বিষ্ণুপদ কর্মকার।
বক্তারা স্বর্ণ শিল্পে বাজুসের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন বাজুস সভাপতি সায়েম সোবহান আনভির এর নেতৃত্বে স্বর্ণ শিল্প বাংলাদেশ এবং বহির্বিশ্বে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এখন আমাদের দেশের স্বর্ণ বাইরে রপ্তানি হচ্ছে। এবং সেখান থেকে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। পরে কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাজুসের কর্মকর্তা বাবুরাম কর্মকার, স্বপন কর্মকার, সুজন পোদ্দার সংকর দত্ত, নিমাই বকশি বিশ্বজিৎ সরকার, গোবিন্দ কর্মকার পলাশ দত্ত, সুবোধ দে, শ্যাম চরণ দত্ত, মানিক দত্ত, সঞ্জয় কর্মকার, তাপস দত্ত, বলাই দাস, পলাশ পাল দীপক প্রমূখ।
এছাড়া এ সময় বাজুসের সদস্য বৃন্দ এবং ব্যবসায়িক বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে বাজুস অফিসে গিয়ে পৌছলে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?