ফরিদপুরে পালিত হচ্ছে সূর্য পূজা
ফরিদপুরে পালিত হচ্ছে সূর্য পূজা। মূলত শহরের মারওয়ারী সম্প্রদায় ও হরিজন সম্প্রদায় লোকজন প্রতিবছর এ পূজা করে থাকেন।
সূর্য পূজা উপলক্ষে বিকেলে শহরের বিসর্জন ঘাটে
ফলফলারি সহ বিভিন্ন উপকরণের মধ্য দিয়ে সূর্যকে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।
এ সময় দেশ ও জনগণের মঙ্গল কামনা করে সূর্যদেবের নিকট থেকে আশীর্বাদ কামনা করা হয়। উল্লেখ করা যেতে পারে শ্যামা পূজার পরে সূর্য পূজা অনুষ্ঠিত হয় ।
এই পূজা চলাকালে প্রতিদিন নিরামিষ সেবন করতে হয়।
এদিকে বিকেলে সূর্য পূজা উপভোগ করার জন্য বিভিন্ন স্থানে ভক্তবৃন্দ এসে পৌর বিসর্জন ঘাটে এসে উপস্থিত হন।
What's Your Reaction?