ফরিদপুরে পালিত হল শুভ মহালয়া অনুষ্ঠান

ফরিদপুর জেলা প্রতিনিধি
Oct 2, 2024 - 20:21
 0  14
ফরিদপুরে পালিত হল শুভ মহালয়া অনুষ্ঠান

ফরিদপুরে পালিত হল শুভ মহালয়া অনুষ্ঠান। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এই উৎসবের আয়োজন করা হয়। বলা চলে মহালয় থেকেই দূর্গা পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এ উপলক্ষে বুধবার সকাল ছয়টায় ফরিদপুর শহরের গোয়ালচামটে  অবস্থিত ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনে মহালয়া, স্নান ও তর্পণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে ফরিদপুরের আদি ও ঐতিহ্যবাহী মহালয়া ও তর্পণ আয়োজক টিম দুর্গতিনাশিনী। এ উপলক্ষে টিম দুর্গতিনশিনী বিশেষ গীতি-আলেখ্য ”মহালয়া জননী জগন্মাতা” পরিবেশন করে। উৎপল কুমার ধরের রচনায় গীতি-আলেখ্যটিতে সংগীত পরিচালনা করেন ইতি নাগ, গ্রন্থনা ও স্তোত্র পাঠ করেন  উৎপল কুমার ধর, শিল্পনির্দেশনায় ছিলেন  সুদীপ্ত বসু। সেই সাথে আঙ্গিনার ঘাটে স্নান ও তর্পণের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ডক্টর  শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, এসময় সাধারণ ভক্তদের সাথে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান নিরব, জেলা শিক্ষা অফিসার, সঙ্গীত পরিচালক, গীতিকার ও সুরকার বিষ্ণু পদ ঘোষাল।

এছাড়া মহালয়ার মূল অংশ অনলাইনে সম্প্রচার করা হয়।

উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে উপভোগ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow