ফরিদপুরে পালিত হয়েছে উল্টো রথযাত্রা উৎসব
ফরিদপুরে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা উৎসব।
এ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সকাল সাতটার দিকে শহরের গোয়ালচামটে শ্রীধাম শ্রী অঙ্গনের উদ্যোগে উল্টোরথ উপলক্ষে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে সূচনাস্থানে ফিরে আসে।
এরপর সকাল সাড়ে সাতটায় শহরের চৌধুরী বাড়ির দুর্গা মন্দির থেকে অপর একটি রথ শহর প্রদক্ষিণ করে।
সকাল পৌনে ১১ টায় গোয়ালচামটের গৌর গোপাল আঙ্গিনা হতে অপর একটি রথ শহর প্রদক্ষিণ শেষে সূচনা স্থানে ফিরে আসে।
এছাড়া বিকাল চারটায় শহরের শোভারামপুরে অবস্থিত আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভবনামৃত সংস্থা ইসকন মন্দিরের উদ্যোগে উল্টোরথ উপলক্ষে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এটি শহরের গৌড় গোপাল আঙিনা থেকে শুরু হয়ে শহরের টিটিসি রোডের পাশে অবস্থিত ব্রাহ্মণ কান্দা শ্যামল ব্যানার্জির বাড়ির সামনে এসে শেষ হয়। এখানে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় ।
এদিকে পবিত্র রথযাত্রা উপলক্ষে ইসকনের উদ্যোগে নয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শেষ হয়েছে।
What's Your Reaction?