ফরিদপুরে পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ড, ছয় লাখ টাকার ক্ষতি

ফরিদপুরের পশরা এলাকায় মোহাম্মদ জাহিদ সরদারের পোল্ট্রি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফরিদপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে ফার্মের প্রায় দুই হাজার মুরগি পুড়ে যায়। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।
What's Your Reaction?






