ফরিদপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

ফরিদপুর জেলা প্রতিনিধি
Oct 14, 2024 - 13:52
 0  5
ফরিদপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

ফরিদপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ‌ হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 

 গতকাল ‌রবিবার ফরিদপুর পৌর বিসর্জন ঘাট সহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি হয়। 
এর আগে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন 
 ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা , পুলিশ সুপার সুপার মো: আব্দুল জলিল,সহ  বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এ সময় তারা 
বিভিন্ন  পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও মণ্ডপে আগত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ দের সাথে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর রাতে শহরের পৌর বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয় রাত আটটা থেকে আরম্ভ হওয়া প্রতিমা বিসর্জন চলে রাত দুইটা পর্যন্ত। এ সময় ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে এখানে একটা মেলার আয়োজন করা হয়। 
 প্রতিমা বিসর্জন শেষে পূজা  মন্ডপ গুলোতে  বিশেষ প্রার্থনা শান্তির জল প্রদান এবং বিজয়ার শুভেচ্ছা জানানো হয়। 
 ‌

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow