ফরিদপুরে প্রথম আলো বন্ধু সভার ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরে প্রথম আলো বন্ধু সভার আয়োজনে এক প্রাণবন্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে আলিপুরে অবস্থিত সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
বন্ধু সভার সভাপতি লক্ষণ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুব্রত পাল, সহ-সভাপতি মানিক কুণ্ডু, এবং বন্ধু সভার সদস্য জাহিদুজ্জামান খান, সুজিত কুমার দাস, বাঁধন পাল, শুভ বিশ্বাস, জহির হোসেন, মাফিকুল ইসলাম ও মমিনুল হক। এছাড়া, বন্ধু সভার উপদেষ্টা শিপ্রা গোস্বামী, প্রথম আলোর আলোকচিত্রী আলিমুজ্জামান রনী ও শিমুল দাস অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা।
ইফতারের পূর্বে দেশ ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন। এ সময় আরও অনেক অতিথি উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






