ফরিদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Apr 18, 2024 - 15:57
 0  9
ফরিদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত 

ফরিদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ফরিদপুর সদর ফরিদপুর,ও ভেটেরিনিটি হাসপাতাল এর বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের মহিম স্কুলের মাঠে এর উদ্বোধন করেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য একে আজাদ। এ সময় তিনি বিভিন্ন স্টল ‌ পরিদর্শন করেন। এরপর আলোচনা সভায়

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ও খামারি মালিক মোঃ আক্কাস হোসেন, ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশন এর সভাপতি কাজী কামরুল হোসেন প্রমূখ। 
অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা  এস এম মান্নান। 
মেলায় ৩৯ টিস্টল অংশ নেয়। এছাড়া আটটি ক্যাটাগরিতে ‌ মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের পুরস্কার প্রদান করা হয়। ‌ এর মধ্যে চারটি প্রতিষ্ঠানকে ‌ চেক ও বাকিদের ও পুরস্কৃত করা হয়।এ 
উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন এই মেলা থেকে ভবিষ্যতে আরো ভালো উদ্যোক্তা বেরিয়ে আসবে। এবং এখান থেকে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। বক্তারা বলেন আগামীতে আরো বর্ধিত কলেবরে এই মেলা অনুষ্ঠিত হবে। এই মেলায় ‌ বিভিন্ন ধরনের পশু, পাখি, পশু খাদ্যের দোকান ‌। পশু খাদ্যের চিকিৎসার সরঞ্জামাদি সহ একাধিক প্রতিষ্ঠান ‌ ও এনজিও সংস্থা ‌ অংশগ্রহণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow